ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চ্যানেল আইয়ের পর্দায় বাচসাসের জমকালো অনুষ্ঠান

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ২৬ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যানেল আইয়ের পর্দায় বাচসাসের জমকালো অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। গত ৫ এপ্রিল সংগঠনটির ৫০ বছর পূর্তি উপলক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উৎসব ও (২০১৪-২০১৮) গত পাঁচ বছরের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।



আগামী ২৮ এপ্রিল বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় বাচসাস পুরস্কারের ৩৯তম আসরের জমকালো অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। কিউট নিবেদিত বাচসাস পুরস্কার অনুষ্ঠানের সহযোগিতায় ছিল মেরিল মিল্ক সোপ বার।



বাংলাদেশ ফিল্ম আর্কাইভের অত্যাধুনিক মাল্টিপারপাস হলে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) এ অনুষ্ঠানে তারার মেলা বসেছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (এমপি)।



এছাড়াও উপস্থিত ছিলেন ফিল্ম আর্কাইভের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার, জনপ্রিয় অভিনেতা আলমগীর, অভিনেত্রী কবরী, রোজিনা, সংগীতশিল্পী মমতাজ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, এক সময়ের সাড়া জাগানো শিশুশিল্পী দীঘি।



নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে মঞ্চ মাতান সংগীতশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর, অভিনয়শিল্পী অপু বিশ্বাস, সিয়াম ও পূজা। চলচ্চিত্রে দুই দশকের যাত্রায় শাকিব খানকে ঘিরে ছিল একটি বিশেষ আয়োজন।



রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৯/রাহাত/শান্ত  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়