ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করতে হবে : নওফেল

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করতে হবে : নওফেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘‘বাংলাদেশ চলতি অর্থবছরে ৮ দশমিক ১৯ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। শ্রমজীবী মানুষের অধিকার যদি নিশ্চিত না হয়, তবে এ প্রবৃদ্ধির সুফল ভোগ করতে পারব না। শ্রমিকদের ন্যূনতম মজুরি দিয়ে যথাযথ মূল্যায়ন করতে হবে।’’

বুধবার বিকেলে মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামের লালদিঘী মাঠে আয়োজিত বিশাল শ্রমিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নওফেল এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, ‘‘দেশে শ্রমিকদের ঘামে অর্জিত মুনাফা বিদেশে পাঠিয়ে সিঙ্গাপুরে কিংবা দুবাইতে বাড়ি কিনব, সেই উন্নয়ন শেখ হাসিনা সরকার চায় না। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। যারা অধিকার আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।’’ 

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘‘শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখছি। শ্রমদাবি বাস্তবায়নের ক্ষেত্রে কেন এত উদাসীনতা, কারণ আমরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধভাবে বসে সেটা আদায় করতে পারছি না। আমাদের অনেকের মাঝে মতবিরোধ থাকবে কিন্তু শ্রমিকের অধিকারের প্রশ্নে শ্রমিকদের কাছে আহ্বান জানাবো- আপনারা কোনো ধরনের প্রতিযোগিতা, মতবিরোধ প্রশ্রয় দেবেন না। শ্রমিকরাই হচ্ছে বাংলাদেশের প্রাণ।’’

‘বাংলার মেহনতী মানুষ এক হও’- স্লোগানে বুধবার বিকেলে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১ মে ২০১৯/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়