ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমে হতাশ নাগরিক সমাজ

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ৬ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমে হতাশ নাগরিক সমাজ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দীন আহমেদ বলেছেন, ‘পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে বাণিজ্য মন্ত্রণালয়ের টিসিবি কর্তৃক সহজলভ্যে পণ্য বিক্রয়ের যে কার্যক্রম চলছে তাতে নাগরিকগণ হতাশ হয়েছে।’

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন।

মহিউদ্দীন আহমেদ বলেন, ‘সম্প্রতি ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ নাগরিক সমাজের কর্মীবৃন্দ লক্ষ্য করেছেন যে, ট্রাকে করে টিসিবির ডিলারদের পাঁচটি পণ্য বিক্রয়ের ঘোষণা থাকলেও অনেক ট্রাকে পাঁচটি পণ্যের মধ্যে দুই বা তিনটি পণ্য থাকে না। আবার থাকলেও চাহিদা পর্যাপ্ত থাকার কারণে নাগরিকরা সঠিকভাবে বা তার চাহিদার বিপরীতে পাচ্ছে না।’



‘অন্যদিকে প্রতি ওয়ার্ডের অনুপাতে একটি গাড়িও না থাকায় চাহিদা পর্যাপ্ততায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে পণ্য না পেয়ে হতাশ হয়ে ক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেক নাগরিক,’ বলেন তিনি।

মহিউদ্দীন আহমেদ আরো বলেন, ‘বর্তমানে বাজারে পণ্যের মূল্য ইতোমধ্যে গত এক মাসে বৃদ্ধি পেয়েছে গড়ে ৪৫ শতাংশ। নাগরীতে যানজটের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে নাগরিকদের আয়ের উৎস্য অনেকটাই কমে গেছে। অন্যদিকে পণ্যের মূল্য বৃদ্ধি পাবার ফলে স্বাভাবিক নাগরিক জীবন যাপন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাণিজ্যমন্ত্রী পর্যন্ত পণ্যের মূল্য বৃদ্ধি পাবে না বলে আশ্বস্ত করলেও বাস্তবের চিত্র ভিন্ন। সরকার কর্তৃক বাজার নিয়ন্ত্রণ ও টিসিবির পণ্য বিক্রয়ের কার্যক্রমে নাগরিক মনে কিছুটা স্বস্তি ফিরে এসেছিল। কিন্তু টিসিবির পণ্য বিক্রয়ের কার্যক্রমে নাগরিকরা হতাশ হয়ে পড়েছেন।’

তিনি সরকারর কাছে আহ্বান জানিয়ে বলেন,‘প্রতিটি মহল্লা ও জনবসতির ওপর লক্ষ্য রেখে ন্যায্যমূল্যে দ্রুততার ভিত্তিতে পণ্য বিক্রয়ের সুব্যবস্থা গ্রহণ করুন।’




রাইজিংবিডি/ঢাকা/৬ মে ২০১৯/হাসিবুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়