ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মেডিয়েশন নিয়ে কনফারেন্সে শিক্ষার্থীদের মিলনমেলা

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ১৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেডিয়েশন নিয়ে কনফারেন্সে শিক্ষার্থীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আদালতের বাইরে মামলা নিষ্পত্তির বিকল্প পদ্ধতি মেডিয়েশন নিয়ে সারা দেশে প্রচার চালাচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস)। প্রচারের অংশ হিসেবে মুন্সীগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজে কনফারেন্স করেছে সংগঠনটি।

বুধবার লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ ভবনে মেডিয়েশন নিয়ে কনফারেন্স হয়। এতে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

কলেজের উপাধ্যক্ষ শাহিদুর রহমান শিকদারের সভাপতিত্বে বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী, চট্টগ্রামের জেলা জজ মোহাম্মদ আব্দুল হালিম, অ্যাক্রিডিটেড মেডিয়েটর অ্যাডভোকেট হুমায়ন কবির শিকদার, তন্ময়  রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা  বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থায় ৩০ লাখের বেশি মামলা ঝুলে আছে। প্রতিদিন হাজারো মানুষ মামলায় জড়িয়ে পড়ছে। এ অবস্থা চলতে পারে না। মানুষকে মামলা করার ক্ষতিকর দিকগুলো বোঝাতে হবে।

 



সমাজে শান্তি প্রতিষ্ঠায় ছাত্রজীবন থেকেই শিক্ষার্থীদের ভূমিকা পালন করার আহ্বান জানান বক্তারা।

বক্তারা বলেন, ঝগড়া-বিবাদে না জড়ানোর জন্য মানুষকে উদ্বুদ্ধ করাটাই মেডিয়েশন। সমাজে-রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় যারা ভূমিকা পালন করবেন তারা হলেন মেডিয়েটর। শিক্ষার্থীরা চাইলে আগামী দিনে প্রশিক্ষণ নিয়ে মেডিয়েটর  হতে পারবেন।

অনুষ্ঠান শেষে কলেজের উপাধ্যক্ষের হাতে মেডিয়েশন-বিষয়ক বই তুলে দেন বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী।



রাইজিংবিডি/ঢাকা/১৫ মে ২০১৭/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়