ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের দাবিতে অনশন

সেলিম আব্বাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১৯ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের দাবিতে অনশন

জামালপুর সংবাদদাতা : সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে অনশন করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা শাখা।

ছাত্র ইউনিয়ন রোববার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে এই অনশন কর্মসূচি পালন করছে।

ধানের ন্যায্যমূল্য, কৃষকের কাছ থেকে কম দামে ধান ক্রয় করে বেশি দামে বিক্রির চক্রান্ত বন্ধ, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় ও প্রতিটি ইউনিয়নে ধান ক্রয় কেন্দ্র চালুর দাবি জানান অনশনকারীরা। দাবি মানা না পর্যন্ত অনশন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ছাত্র ইউনিয়ন নেতারা।

অনশন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি আলী আক্কাছ, জেলার সহ সাধারণ সম্পাদক মারুফ আহমেদ খান মানিক, জেলা ছাত্র ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মাফিজুল হক ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রবিন্দ্র চন্দ্র সূত্রধর প্রমুখ।



রাইজিংবিডি/জামালপুর/১৯ মে ২০১৯/সেলিম আব্বাস/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়