ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘যুদ্ধ চাইলে সেটি হবে ইরানের আনুষ্ঠানিক সমাপ্তি’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১২, ২০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘যুদ্ধ চাইলে সেটি হবে ইরানের আনুষ্ঠানিক সমাপ্তি’

আন্তর্জাতিক ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ চাইলে সেটিই হবে ইরানের আনুষ্ঠানিক সমাপ্তি।

রোববার এক টুইটে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।

ট্রাম্প বলেছেন,‘ইরান যদি যুদ্ধ চায়, তাহলে সেটিই হবে ইরানের আনুষ্ঠানিক সমাপ্তি। যুক্তরাষ্ট্রকে কখনোই হুমকি নয়!’

চলতি মাসের প্রথম দিকে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধজাহাজ ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠায় যুক্তরাষ্ট্র। এ নিয়ে ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়। গত সপ্তাহে অবশ্য ট্রাম্প জানিয়েছিলেন তিনি ইরানের সঙ্গে যুদ্ধ চান না। ইরানও একই ধরণের প্রতিক্রিয়া দেখিয়েছিল। তবে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ করতে ভয় পায় এবং তাদের সে ইচ্ছাও নেই।

শনিবার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ইরানকে হুঁশিয়ার করে বলেছিল, তেহরান যুদ্ধ চাইলে তারা সর্বশক্তি দিয়ে জবাব দিতে প্রস্তুত এবং যুদ্ধ এড়ানো ইরানের ওপরই নির্ভর করছে।




রাইজিংবিডি/ঢাকা/২০ মে ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়