ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ঢামেকে কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ২০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢামেকে কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন (৭০) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে।

তিনি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ছিলেন বলে জানা গেছে। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

কারারক্ষী রবিউল জানান, ইসমাইল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মালেকাবাদ গ্রামের মৃত আমির আলীর ছেলে। দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরাণীগঞ্জ) অসুস্থ হয়ে পড়লে, কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢামেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মঙ্গলবার ইসমাইলের ময়নাতদন্ত করা হবে বলেও জানান বাচ্চু মিয়া।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ মে ২০১৯/আহমদ নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়