ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বিরতি ভেঙে ক্রিকেট নিয়ে গাইলেন আসিফ

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩১, ২২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিরতি ভেঙে ক্রিকেট নিয়ে গাইলেন আসিফ

বিনোদন ডেস্ক: ক্রিকেট ভক্ত সংগীতশিল্পী আসিফ আকবর। ২০০৪ সালে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়ে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। ‘শাবাশ বাংলাদেশ’ শিরোনামের এ গানটি তখন ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। তারপর কেটে গেছে দীর্ঘ ১৫ বছর। কিন্তু জাতীয় ক্রিকেট দলকে নিয়ে আর কোনো গানে কণ্ঠ দিতে দেখা যায়নি এই শিল্পীকে।

কয়েকদিন পরেই ‘বিশ্বকাপ ক্রিকেট ২০১৯’। এ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়ে আবারো ক্রিকেট নিয়ে গান গাইলেন আসিফ আকবর। ‘প্রাণে প্রাণে আওয়াজ তোল’ শিরোনামের গানটিতে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পূজা ও ঐশ্বর্য্য। গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সংগীত করেছেন এমএমপি রনি। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।

গানটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে আসিফ আকবর বলেন, ‘১৫ বছর আগে জাতীয় ক্রিকেট দলকে নিয়ে গান করেছিলাম। তখন দারুণ সাড়া পেয়েছিলাম। সামনে ক্রিকেট বিশ্বকাপ। এমনিতেই বাংলাদেশ ক্রিকেট উন্মাদনায় ভাসছে। এই গানটির কথা ও সুর নতুন মাত্রা দেবে বলে আমার বিশ্বাস।’

আগামী ২৫ মে, চেয়ারআপের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে বলে জানা গেছে।



রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়