ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অনার্স দ্বিতীয় বর্ষে উত্তীর্ণের হার ৯৪.৯৬%

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ২২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনার্স দ্বিতীয় বর্ষে উত্তীর্ণের হার ৯৪.৯৬%

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশ করা হবে। এ পরীক্ষায় উত্তীর্ণের হার ৯৪.৯৬%।

প্রকাশিত ফল SMS এর মাধ্যমে রাত ৮টা থেকে যেকোনো অপারেটরে মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>hp2<space> Roll  লিখে ১৬২২২ নম্বরে Send  করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং  www.nubd.info  থেকে ফল জানা যাবে।

এ পরীক্ষায় ৩১টি বিষয়ে দেশের ৭৩৪টি কলেজের ৪ লাখ ৩১ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী (নিয়মিত, মানোন্নয়ন, অনিয়মিত) অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ লাখ ৩৯ হাজার ১০২ জন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

 

 

রাইজিংবিডি/গাজীপুর/২২ মে ২০১৯/হাসমত আলী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়