ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ভারতের সঙ্গে সহযোগিতার সম্পর্ক অব্যাহত থাকবে’

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ২৩ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ভারতের সঙ্গে সহযোগিতার সম্পর্ক অব্যাহত থাকবে’

সচিবালয় প্রতিবেদক: ভারতের নির্বাচনে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, দেশটির সাথে সহযোগিতার সম্পর্ক অব্যাহত থাকবে বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, ‘ভারতের সকল রাজনৈতিক দলের সঙ্গেই আমাদের সুসম্পর্ক রয়েছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চায়না ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব হংকংয়ের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ভারতের জাতীয় নির্বাচনের পর যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, তাদের সাথে আমাদের সহযোগিতার সম্পর্ক অব্যাহত থাকবে। ভারতের বিজেপি, কংগ্রেসসহ সকল রাজনৈতিক দলের সাথেই আমাদের সুসম্পর্ক রয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান। আমরা প্রতিবেশী দেশের স্থিতিশীলতাও চাই। ভারতের সাথে আমাদের গভীর বন্ধুত্ব রয়েছে। সেখানে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন, সেই বন্ধুত্ব অটুট থাকবে। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলেও আমাদের সেই সম্পর্কই থাকবে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৯/হাসান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়