ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রিমিয়ার লিগে খেলার টিকিট পেল পুলিশ ও বারিধারা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ২৪ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রিমিয়ার লিগে খেলার টিকিট পেল পুলিশ ও বারিধারা

ক্রীড়া প্রতিবেদক : দেশের ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল প্রিমিয়ার লিগে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ও উত্তর বারিধারা। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়ে পুলিশ ও রানার্স-আপ হয়ে বারিধারা প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছে।

২০ ম্যাচের ১১টিতে জিতে, ৬টিতে ড্র করে ও ৩টিতে হেরে ৩৯ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়েছে পুলিশ এফসি। আর ৯টিতে জিতে, ৬টিতে ড্র করে ও ৫টিতে হেরে ৩৩ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে উত্তর বারিধারা।

আজ শুক্রবার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের শেষ ম্যাচে মাঠে নামে পুলিশ এফসি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে সকার ক্লাব ফেনীকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুলিশ। দলটির আমিরুল একাই করেন ৪ গোল। অপর গোলটি করেন কমল।


ম্যাচ শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ এফসিকে ট্রফি তুলে দেন।

উল্লেখ, সবশেষ ২০০২ সালে প্রিমিয়ার লিগে খেলেছিল পুলিশ এফসি। ১৭ বছর পর আবার দেশের সর্বোচ্চ লিগে স্থান করে নিয়েছে তারা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়