ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিউ মার্কেটে মহিষের মাংসে রং মিশিয়ে গরু হচ্ছে

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ২৭ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিউ মার্কেটে মহিষের মাংসে রং মিশিয়ে গরু হচ্ছে

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর নিউ মার্কেট কাঁচাবাজারে মহিষের মাংসে রং মিশিয়ে গরুর মাংস বলে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। এমন অভিযোগে তিনজনকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয় মণ মাংস জব্দ করা করা হয়।

র‌্যাব জানায়, সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম গণমাধ্যমকে জানান, ‘নিউ মার্কেট কাঁচাবাজারে মাংসের দোকানে দেখা যায় ফ্রিজে মাংস মজুদ রাখা হয়েছে। দীর্ঘদিন আগের মাংস ফ্রিজে মজুদ রাখায় তার রং ফ্যাকাসে হয়ে গেছে। পরে তা রং দিয়ে টাটকা দেখানোর চেষ্টা করছে অসাধু মাংস ব্যবসায়ীরা। জারে রং মিশ্রিত পানিও পাওয়া যায়। মাংসে রং মিশিয়ে রক্ত বর্ণে পরিণত করা হচ্ছে।  এ ছাড়া, ভারত থেকে আমদানি করা মহিষের মাংস টুকরো করে গরুর মাংস বলেও বিক্রি করে আসছিল অসাধু মাংস ব্যবসায়ীরা।’


রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৯/মাকসুদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়