ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘বেকার ভাতা প্রদানের কোনো পরিকল্পনা নেই’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ১১ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বেকার ভাতা প্রদানের কোনো পরিকল্পনা নেই’

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, শিক্ষিত বেকার জনগোষ্ঠীর ভাতা প্রদানের কোনো পরিকল্পনা সরকারের নেই।

মঙ্গলবার সংসদের বাজেট অধিবেশনে সরকার দলীয় এমপি শফিকুল ইসলাম শিমুলের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমানে দেশের প্রতিটি জেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ৮৫টি সরকারি শিশু পরিবার (এতিমখানা) পরিচালিত হচ্ছে।’

বেগম হাবিবা রহমান খানের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে রাজধানীর মিরপুরে একটি অটিজম রিসোর্স সেন্টার আছে। এছাড়া এ ফাউন্ডেশনের আওতায় দেশের ৬৪ জেলায় এবং ৩৯টি উপজেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু আছে। এখানে একটি করে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে একটি করে অটিজম কর্নার রয়েছে। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী প্রতিটি উপজেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে। এগুলো চালু হলে সেখানে একটি করে অটিজম কর্নার চালু করা হবে।’

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার নামে প্রত্যেকটি উপজেলায় একটি করে সরকারি এতিমখানা স্থাপন করা হবে।’



রাইজিংবিডি/ঢাকা/১১ জুন ২০১৯/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়