ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

১৮ মিনিটের প্রামাণ্যচিত্রে আবেগপ্রবণ প্রধানমন্ত্রী

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ১৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৮ মিনিটের প্রামাণ্যচিত্রে আবেগপ্রবণ প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপনের আগে ১৮ মিনিটের একটি প্রামান্যচিত্র উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তথ্যবহুল ওই প্রামান্যচিত্রে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, পাকিস্তান শাসনামলের অর্থনৈতিক বৈষম্য-শোষণ, বাংলাদেশের স্বাধীনতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান এবং তাকে হত্যাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। প্রামান্যচিত্র উপস্থাপনের সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গেছে।

বৃহস্পতিবার বেলা ৩টা ৭ মিনিটে বাজেট বক্তব্য শুরু করেন অর্থমন্ত্রী। বেশ কয়েকদিন অসুস্থ থাকার কারণে বাজেট বক্তব্যের সময় অর্থমন্ত্রীকে বেশ দুর্বল মনে হয়েছে। অসুস্থতাজনিত কারণে মাঝেমধ্যে বসে বাজেট পাঠ করার অনুমতি নেন স্পিকারের কাছে।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এরপর স্পিকার অর্থমন্ত্রীকে বাজেট উপস্থাপনের জন্য আহ্বান জানান। প্রধানমন্ত্রী ও সংসদনেতা শেখ হাসিনাসহ সরকারি এবং বিরোধী দলের প্রায় সব সংসদ সদস্য সংসদে উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন বিএনপির সংসদ সদস্যরাও।



রাইজিংবিডি/ঢাকা/১৩ জুন ২০১৯/রেজা/রফিক/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়