ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাকার দুই সিটির বস্তির পরিসংখ্যান

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ১৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকার দুই সিটির বস্তির পরিসংখ্যান

সংসদ প্রতিবেদক: ঢাকার দুই সিটি করপোরেশনে বস্তির পরিসংখ্যান জাতীয় সংসদে তুলে ধরেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি  পরিসংখ্যান ব্যুরোর বস্তি শুমারি ও ভাসমান লোকগণনা জরিপের তথ্য জানান।

রোববার জাতীয় সংসদে হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত বস্তি শুমারি ও ভাসমান লোকগণনা জরিপ- ২০১৪ অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মোট বস্তির সংখ্যা ১৬৩৯। মোট খানা ১ লাখ ৩৫ হাজার ৩৪০টি। উত্তর সিটিতে মোট বস্তিতে জনসংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ১৯।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মোট বস্তি ১ হাজার ৭৫৫টি। বস্তির খানার সংখ্যা ৪০ হাজার ৫৯১। জনসংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৬।’

তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটির পল্লবী থানা এলাকায় ৭০, রামপুরায় ১৬৮, শাহআলীতে ১৫, শেরেবাংলা নগরে ১৩৮, আদাবরে ৪৭২, বাড্ডায় ১২১, বনানীতে ১০, দারুস সালামে ৫৪, ভাসানটেকে ৮, গুলশানে ৮, কাফরুলে ১০৯, খিলক্ষেতে ৭১, মিরপুরে ১১৭ ও মোহাম্মদপুরে ২৮৪টি বস্তি রয়েছে।

দক্ষিণ সিটির খিলগাঁও থানা এলাকায় ৪২৬, কতোয়ালীতে ৫, লালবাগে ২৭৮, মতিঝিলে ৪, নিউ মার্কেটে ৫, রমনায় ৮, শাহজাদপুর ৭৯, শাহবাগে ৭, সুত্রাপুর ৫ ও ওয়ারী থানায় ২৫, বংশাল থানায় ১৯, চকবাজারে ১৫০, ধানমন্ডিতে ১৭, গেন্ডারিয়ায় ৪৯, হাজারীবাগে ২৪৩, যাত্রাবাড়ীতে ১৬৫, কলাবাগানে ৫ ও কামরাঙ্গীরচরে ২৬৫টি বস্তি রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৯/আসাদ/শহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়