ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২২৮ ইউপিতে ইভিএমে ভোট

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ১৭ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২২৮ ইউপিতে ইভিএমে ভোট

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৫ জুলাই ২২৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর।

সোমবার বিকেল ৫টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, আগামী ২৫ জুলাই নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা ও ছয়টি ইউনিয়ন পরিষদের ভোটে ইভিএম ব্যবহার করা হবে। এছাড়া, ২২২টি উপ-নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

দুটি উপজেলায় নির্বাচনে অনিয়ম হওয়ার ইসি উদ্বিগ্ন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সহিংসতা নিয়ে উদ্বেগের কিছু নেই। ইসি নিজ দায়িত্ব পালন করবে। সহিংসতার কারণে একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছিল। কিন্তু তিনি হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্য একটি উপজেলায় অনিয়মের প্রমাণ পাওয়ায় স্থানীয় প্রশাসনে বদলি করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জুন ২০১৯/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়