ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্যবসায়ীদেরকে বাণিজ্যমন্ত্রীর ধন্যবাদ

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ১৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যবসায়ীদেরকে বাণিজ্যমন্ত্রীর ধন্যবাদ

জেষ্ঠ প্র‌তি‌বেদক: রমজানে ভোগ্যপণ্যের দাম স্বাভাবিক থাকায় ব্যবসায়ী‌দের ধন্যবাদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার বিকেলে স‌চিবাল‌য়ে মন্ত্রণাল‌য়ের সভাকক্ষে ব্যবসায়ী‌দের স‌ঙ্গে এক সভায় তি‌নি তা‌দের ধন্যবাদ জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, এবার রোজার মাস ভালই গেছে। সাধারণ মানুষের সমস্যা হয়নি। কেবিনেট মিটিংয়েও তিনি বলেছেন, রোজার মাসে বাজার ভাল ছিল। ভোগ্য পণ্যের দামও সহনীয় পর্যায়ে ছিল। প্রধানমন্ত্রীও এভাবেই জানেন। এজন্য আপনা‌দের ধন্যবাদ জানাই।’

তি‌নি বলেন, ‘আমি আপনাদের ডেকেছি, আপনারা আজ সবাই এসেছেন। বড় ব্যবসায়ীদের সঙ্গে আমার মাঝে মাঝে কথা হয়েছে। আপনারাও আপনাদের সমস্যা জানিয়েছেন, আমিও আপনাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করেছি।

‘রমজান মাস পবিত্র মাস, এ মাসকে আপনারা সিনসিয়ারলি এবং রিলিজিয়াসলি নিয়েছেন। এটা ভাল। ইটস ভেরি গুড- যোগ ক‌রেন মন্ত্রী।’

টিপু মুনশি বলেন, ‘জাতীয় বাজেটের ভ্যাটসহ বেশকিছু বিষয় ব্যবসায়িদের সঙ্গে যুক্ত। বিষয়টি নিয়ে আমি আলাপ করবো। আর কতগুলো পণ্য আছে যেগুলো আমাদের হাতে নেই, সেগুলো বাই রোটেশন ই্ন্টারন্যাশনাল মার্কেটের সঙ্গে যুক্ত। তারপরও আপনারা চেষ্টা করবেন যাতে পর্যাপ্ত সাপ্লাই থাকে। মানুষের যাতে কষ্ট না হয়।’

মন্ত্রী বলেন, ‘আমি তিন মাস পরপর বসে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। কোথায় কোথায় সমস্যা হচ্ছে এবং কী কী ধরনের সমস্যা আপনারা ফেইস করছেন সেটা আমরা দেখবো। সেসব বিষয়ে আপনাদের সঙ্গে থেকেই সমাধানের চেষ্টা করবো।’

তি‌নি ব‌লেন, ‘আমরা কাজ করতে চাই, সাধারণ মানুষের কষ্টটা যাতে কম হয়। মানুষ যাতে ভাল থাকে। এক্ষেত্রে ব্যবসায়ী ভাইদের আগে এগিয়ে আসতে হবে।’

মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিনই টেলিভিশনে একটা কথা বলছেন, তিনি ভেজাল জিনিসের বিরুদ্ধে সোচ্চার। বারবার একটা কথা বলে যাচ্ছেন তিনি।’

সভায় বাণিজ্য সচিব মো মফিজুল ইসলাম, এফবিসিসিআই-এর সহ-সভাপতি, ডিসিসিআই-এর সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৯/নঈমুদ্দীন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়