ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইসলামিক ফাউন্ডেশনে অচলাবস্থা কাম্য নয়: ধর্ম প্রতিমন্ত্রী

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ১৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইসলামিক ফাউন্ডেশনে অচলাবস্থা কাম্য নয়: ধর্ম প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, মহাপরিচালককে কেন্দ্র করে ইসলামিক ফাউন্ডেশনে যে অচলাবস্থা চলছে তা কখনো কাম্য নয়। প্রতিষ্ঠানটিতে যেকোনো অনিয়ম ও বিশৃঙ্খলা হলে তা মন্ত্রণালয় তদন্ত করবে।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইফার ডিজি পদত্যাগ করছেন কি না- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের ডিজিকে পদত্যাগ করতে বলা হবে না। শুভবুদ্ধির উদয় হলে, তিনি নিজেই পদত্যাগ করবেন।

শেখ মো. আব্দুল্লাহ বলেন, ইসলামিক ফাউন্ডেশনে পলিটিক্যাল মোটিভেশনের চেয়ে রিলিজিয়াস মোটিভেশনটা কাজে লাগানো প্রয়োজন। রিলিজিয়াস মোটিভেশনটা কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কাজ। জঙ্গি, মাদকাসক্তি নিরসনে তৎপরতা, সন্ত্রাসবাদ-এগুলো সম্পর্কে কোরআন-হাদিসে এত সুন্দর সুন্দর ব্যাখ্যা এবং এত নির্দেশনা আছে সেগুলো যদি একজন মুসলমান গ্রহণ করে তাহলে কোনো দেশে কিন্তু সন্ত্রাস হতে পারে না।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৯/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়