ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মুনিরীয়া তবলীগ কমিটি নিষিদ্ধ ঘোষণার দাবি

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ১৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুনিরীয়া তবলীগ কমিটি নিষিদ্ধ ঘোষণার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক : সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মুনিরীয়া তবলীগ কমিটি নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে আহলে সুন্নাত সমন্বয় কমিটি।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

আহলে সুন্নাত সমন্বয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ারের নামে মিথ্যা মামলা, আলেম ওলামার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও মুনিরীয়া তাবলীগ নিষিদ্ধের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

আহলে সুন্নাত সমন্বয় কমিটির ঢাকা মহানগর নেতা আবদুল মালেক বুলবুলের সভাপতিত্বে মানববন্ধনে ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আবুল কাশেম ফজলুল হক, আহলে সুন্নাত সমন্বয় কমিটির নেতা মোহাম্মদ হোসেন, মুহাম্মদ আবদুল হাকিম, আবু নাসের মুহাম্মদ মুসা, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, মুহাম্মদ মাসুদ হোসাইন, আবুল কাশেম, মুহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ শাহজালাল, হাফেজ ওমর ফারুক, মুহিব্বুল্লাহ সিদ্দীকী, হাবিবুর রহমান, আবু ইউসুফ বক্তব্য রাখেন।

নেতারা বলেন, ‘মুনিরীয়া তবলীগ কমিটি তরিকত প্রচারের নামে তাদের লাঠিয়াল বাহিনী নামিয়েছে। তারা হত্যা, জমি দখল এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এমনকি চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা তাদের হাতে হামলা ও হত্যার শিকার হয়েছে। ১৯৭১ সালে কাগতিয়া মাদ্রাসায় তারা রাজাকারের ঘাঁটি বানিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে।’



রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৯/নঈমুদ্দীন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়