ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘ইলিশ উৎপাদন সাড়ে ৫ লাখ টন ছাড়িয়ে যাবে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ১৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ইলিশ উৎপাদন সাড়ে ৫ লাখ টন ছাড়িয়ে যাবে’

সংসদ প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান বলেছেন, আগামী ৫ বছরে ইলিশের মোট উৎপাদন বেড়ে ৫ লাখ ৫০ হাজার টন ছাড়িয়ে যাবে।

মঙ্গলবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সাংসদ এম আদুল লতিফের এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ইলিশ সম্পদ উন্নয়নে সরকারের বিভিন্নমুখী সমন্বিত কার্যক্রম বাস্তবায়নে ইলিশ উৎপাদন ক্রমান্বয়ে বেড়ে চলছে। ২০০৮-০৯ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ২ লাখ ৯৯ হাজার টন, সেখানে ২০১৭-১৮ অর্থবছরে বেড়ে ৫ লাখ ১৭ হাজার টন হয়েছে। এতে জাটকা আজ মেঘনা থেকে পদ্মা, যমুনা, বহ্মপুত্র, সুরমায় বিস্তৃতি লাভ করেছে।’

তিনি আরো বলেন, ‘জাটকার প্রাচুর্য ২০০৭-০৮ সালের তুলনায় ২০১৫ সালে প্রায় ৩৯ শতাংশ বেড়েছে। ২০১৭-১৮ সালে ২২ দিন মা ইলিশ রক্ষায় ৪৭ দশমিক ৭৪ শতাংশ মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেয়েছে।’



রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৯/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়