ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দেশে ডেঙ্গু রোগী ৮৫৩ জন

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ২৪ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশে ডেঙ্গু রোগী ৮৫৩ জন

সচিবালয় প্রতিবেদক : এখন পর্যন্ত দেশে ৮৫৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া ডেঙ্গুর কারণে মৃত্যু হয়েছে দুই জনের।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ‌ডেঙ্গু জ্বর ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বলা হয়, ডেঙ্গু জ্বর এড়ানোর জন্য সতর্কতা এবং এই জ্বরে আক্রান্ত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে সরকার।

স্বাস্থ্যমন্ত্রী জা‌হিদ মা‌লেকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণাল‌য়ের স‌চিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালক আবুল কালাম আজাদ, ওষুধ প্রশাসন অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালক মেজর জেনা‌রেল মাহবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে আগামী ২ জুলাইয়ের ম‌ধ্যে মেয়াদোত্তীর্ণ সব ওষুধ ধ্বং‌সের নি‌র্দেশও দেন তিনি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুন ২০১৯/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়