ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কাঁচপুরে ২৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ২৪ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাঁচপুরে ২৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

সচিবালয় প্রতিবেদক : নারায়ণগঞ্জের কাঁচপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অভিযানে ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।

নদী তীর দখলমুক্ত করতে নারায়ণগঞ্জ নদী বন্দরের আওতাধীন নারায়ণগঞ্জের কাচপুর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে পাঁচটি এক তলা ভবন, চারটি সেমিপাকা ভবন, ১৮টি টিনের শেড/পাকা ওয়ালসহ মোট ২৭টি অবৈধ স্থাপনা  উচ্ছেদ এবং এক একর তীরভূমি অবমুক্ত করা হয়। এছাড়া অভিযুক্তদের মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিআইডব্লিউটিএ এর পক্ষ থেকে জানানো হয়েছে, নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুন ২০১৯/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়