ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজধানীর প্রবেশমুখে তীব্র যানজট

শফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ২৫ ডিসেম্বর ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীর প্রবেশমুখে তীব্র যানজট

রাজধানীতে তীব্র যানজট - গাড়ির দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৫ ডিসেম্বর : বিরোধী জোটের পঞ্চম দফার ৪ দিনের অবরোধের পর রাজধানীর প্রবেশমুখগুলিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে বুধবার সরকারি ছুটির দিনেও রাজধানীতে মানুষের চলাচল স্বাভাবিক কর্মদিবসের মতো রয়েছে।  

অন্যদিকে প্রবেশমুখে তীব্র যানজটের কারণে রাজধানী থেকে বেরুতে এবং প্রবেশে মানুষকে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। ফলে গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের সময় লাগছে  দ্বিগুণ বা তারও বেশি।

নগরীর প্রধান সড়ক ছাড়িয়ে অলিগলি পর্যন্ত ছড়িয়ে পড়েছে যানজট। রাজধানীর প্রতিটি সড়কে সকাল থেকে গাড়ির চাপ বাড়তে থাকে। দুপুরের দিকে তা অসহনীয় হয়ে পড়ে। বিকেলেও প্রধান সড়কগুলিতে তীব্র যানজট লক্ষ করা গেছে।  

রাজধানীর প্রধান প্রবেশমুখ যাত্রাবাড়ি,গাবতলী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, পল্টন, মতিঝিল, গুলিস্তান, ধানমন্ডি, মগবাজার, মিরপুরসহ বিভিন্ন এলাকা যানজটে স্থবির হয়ে পড়েছে।

 

রাইজিংবিডি / শফিক / এএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়