ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ককটেল হামলায় আহত পুলিশ হেলিকপ্টারযোগে ঢাকায়

তানজিমুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ২৬ ডিসেম্বর ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ককটেল হামলায় আহত পুলিশ হেলিকপ্টারযোগে ঢাকায়

ককটেল হামলায় আহত পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী, ২৬ ডিসেম্বর: রাজশাহী মহানগরীতে ককটেল হামলায় আহত পুলিশ কনস্টেবল সিদ্ধার্থকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে তাকে বহণকারী র‌্যাবের বিশেষ হেলিকপ্টারটি রাজশাহী শাহমখদুম বিমানবন্দর ত্যাগ করে। রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে সিএমএইচ এ পাঠানো হয়েছে। এর আগে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এছাড়া এ ঘটনায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়েরর প্রক্রিয়া চলছে বলে জানান বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা ১টায় ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা মহানগরীর লোকনাথ স্কুলের সামনে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালায়। এসময় চার পুলিশ সদস্য আহত হন।

 

রাইজিংবিডি / তানজিমুল / রণজিৎ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়