ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মান্নার পাসপোর্ট ৩ মাসের জন্য ফেরত দিতে নির্দেশ

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৮, ১১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মান্নার পাসপোর্ট ৩ মাসের জন্য ফেরত দিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে উন্নত চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার জন্য জব্দকৃত পাসপোর্ট তিন মাসের জন্য ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ঢাকার মূখ্য মহানগর হাকিমকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আবেদন নিষ্পত্তি করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে ৬ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে মান্নার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান। পরে মাহমুদুর রহমান মান্নার আইনজীবী জানান, তার যখন জামিন হয়, তখন একটা আদেশ ছিল তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। এরপর একবার বিদেশে চিকিৎসা করাতে তিন মাসের জন্য পাসপোর্ট নেয়। এখন আবার চিকিৎসার জন্য বিদেশ যাবেন সেই কারণে পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন। আদালত তাকে তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।




রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৮/মেহেদী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়