ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তুষার ইমরানের ৩১তম সেঞ্চুরি

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৮, ১৮ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তুষার ইমরানের ৩১তম সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক : প্রথম শ্রেণির ক্রিকেটে গত মৌসুমেই ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন। আর দেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সবথেকে বেশি সেঞ্চুরিও তার। প্রথম শ্রেণির ক্রিকেটে তার সেঞ্চুরির তালিকাটা আর একটু লম্বা করলেন ‍তুষার ইমরান। আজ বৃহস্পতিবার করলেন প্রথম শ্রেণির ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি।

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে রংপুর বিভাগের বিপক্ষে গতকাল বুধবার তিনি ৬৩ রান নিয়ে অপরাজিত ছিলেন। আজ বৃহস্পতিবার চতুর্থ দিনে তিনি আবার ব্যাট করতে নামেন। মধ্যাহ্ন বিরতির ৯ বল আগে রংপুরের মাহমুদুল হাসানের বলে ২ রান নিয়ে ৯৯ থেকে ১০১ রানে পৌঁছান। আর পূর্ণ করেন প্রথম শ্রেণির ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ১৭০ বল খেলে ৮টি চারে ১০২ রান করেন তিনি।

ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি (১০৪ ও ১৫৯)। দ্বিতীয় রাউন্ডে এক ইনিংসে ব্যাট করার সুযোগ পান। করেন ৩১ রান। এবার তৃতীয় রাউন্ডে এসে প্রথম ইনিংসে ১২ রান করেন। আর দ্বিতীয় ইনিংসে এসে তুলে নেন সেঞ্চুরি।

১৬৩টি প্রথম শ্রেণির ম্যাচে তুষার ইমরান রান করেছেন ১১ হাজার ২০টি। গড় ৪৪.২৫। ক্যারিয়ার সেরা ইনিংস ২২০।




রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়