ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ে চোখ খুলনা-রাজশাহীর

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ২১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ে চোখ খুলনা-রাজশাহীর

আব্দুল্লাহ এম রুবেল : ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগের ৪র্থ রাউন্ডের ম্যাচ শুরু হচ্ছে সোমবার।

খুলনার শেখ আবু নাসের এই রাউন্ডে প্রথম স্তরের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন খুলনা বিভাগ মুখোমুখি হবে রাজশাহী বিভাগের। প্রথম তিন রাউন্ড ম্যাচ শেষে প্রথম স্তরে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রাজশাহী বিভাগ। তিন ম্যাচের তিনটিতেই ড্র করে ১২.৯৮ পয়েন্ট।

সমান তিন ম্যাচে তিনটিতে ড্র করে খুলনা বিভাগের সংগ্রহ ৯.৯৫ পয়েন্ট। তাই প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য এই ম্যাচটিই গুরুত্বপর্ণ দুই দলের জন্য। দুই দলই ভালো খেলে জয়ের ব্যাপারে আশাবাদী। ম্যাচের আগে রোববার সকালে আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করে রাজশাহী দল। আর বিকেলে অনুশীলন করে খুলনা দল।

প্রথম তিন রাউন্ডে পয়েন্ট তালিকায় কিছুটা এগিয়ে থাকলেও আত্মতুষ্টিতে ভুগছেন রাজশাহীর অধিনায়ক জহুরুল ইসলাম অমি। রোববার অনুশীলন শেষে তিনি বলেন, ‘আমরা ভালো অবস্থানে আছি, কিন্তু নিরাপদ জায়গায় আছি এটা বলা যাবে না। সামান্য কিছু পয়েন্ট বেশী আছে আমাদের। কিন্তু এটাতে খুশী হয়ে থাকার কিছু নেই। আমাদের পূর্ণ পয়েন্টের জন্যই পরের ম্যাচে খেলতে হবে।’

সর্বশেষ তিন মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা। আর শিরোপার দৌড়ে সবসময় খুলনার সাথে রাজাশাহীর প্রতিদ্বন্দ্বিতা হয়। সেখান থেকে এই ম্যাচটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন রাজশাহীর অধিনায়ক। তিনি বলেন, ‘এই ম্যাচটিই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচে আমরা জিততে পারলে অনেকটা এগিয়ে যাব। আসলে যে কোন একটা ম্যাচ জিতলেই অন্য যে কোন দলের থেকে এগিয়ে থাকা যাবে।’

এই ম্যাচ নিয়ে আলাদা কোন পরিকল্পনা না থাকলেও দলের সবার কাছ থেকে সেরাটা প্রত্যাশা করছেন অমি। ‘রাজশাহী বেশ ব্যালান্সড একটি দল। সবাই নিজেদের ঠিক ঠিক খেলাটা খেলতে পারলেই জয় সম্ভব’, -বলেন তিনি।

এদিকে একই রকমভাবে জয়ের প্রত্যাশা করছে খুলনা বিভাগও। রোববার বিকেলে অনুশীলন শেষে খুলনার কোচ মনোয়ার আলী মনু বলেন, ‘ম্যাচটি আমাদের জন্যও গুরুত্বপূর্ণ। তবে আমরা সব ম্যাচেই জয়ের জন্য মাঠে নামি। এই ম্যাচেও অভিন্ন লক্ষ থাকবে। তিন ম্যাচে তিনটিতেই ড্র করায় পূর্ণ পয়েন্ট পেতে পারেনি খুলনা। এই ম্যাচে আমাদের সবার আগে লক্ষ্য থাকবে সবগুলো ডিপার্টমেন্টে পূর্ণ পয়েন্ট নেয়া। তাহলেই হয়তো আমাদের জয়ও চলে আসবে।’

এদিকে এই ম্যাচে খেলা নিয়ে আশঙ্কা রয়েছে খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাকের। হালকা ইনজুরিতে ভুগছেন তিনি। এছাড়া চতুর্থ রাউন্ডে দলে তিনটি পরিবর্তন এসেছে খুলনার। রবিউল ইসলাম, আশিক ও বিশ্বনাথ হালদার চতুর্থ রাউন্ডের স্কোয়াড থেকে ছিটকে গেছেন। নতুন দলে ঢুকেছেন মঈনুল ইসলাম সোহেল, পেস বোলার রবিউল ইসলাম শিবলু ও আব্দুল হালিম।



রাইজিংবিডি/খুলনা/২১ অক্টোবর ২০১৮/আব্দুল্লাহ এম রুবেল/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়