ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বরিশালকে দাঁড়াতে দেননি শুভাশিস রয়

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ২৩ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশালকে দাঁড়াতে দেননি শুভাশিস রয়

ক্রীড়া প্রতিবেদক: চতুর্থ রাউন্ডের শুরুতে রংপুরের ইনিংস ধসিয়ে দিয়েছিলেন বরিশাল বিভাগের সোহাগ গাজী। জবাবে ব্যাটিয়ে গিয়ে একই অবস্থা বরিশাল বিভাগেরও। একাই পাঁচ উইকেট নিয়ে বরিশাল বিভাগকে থামিয়ে দিয়েছেন রংপুরের পেসার শুভাশিস রয়।

টস হেরে আগে ব্যাট করতে নামা রংপুরের ১৪৭ রানের জবাবে লড়তে পারেনি বরিশালও। শুভাশিস রয়ের বোলিং তোপে নিজেদের প্রথম ইনিংস নাটকীয়ভাবে রংপুরের সমান ১৪৭ রানেই অলআউট হয়েছে বরিশাল। এর আগে বরিশালের হয়ে ৫ উইকেট পেয়েছিলেন সোহাগ গাজী। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে আজ ৩ উইকেটে ৭৭ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে রংপুর বিভাগ।

হাতে ৮ উইকেট নিয়ে দলীয় ৩৫ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বরিশাল বিভাগ। গতকাল প্রথম ইনিংসের শুরুতেই ওপেনার শাহরিয়ার নাফিস ও শামসুল ইসলামকে ফিরিয়ে বরিশালের বিপর্যয়টি শুরু করেন শুভাশিস।

আজ দলীয় ৬৬ রানের মাথায় বরিশাল ইনিংসে আবারো আঘাত হানেন শুভাশিস। এসময় ব্যক্তিগত ১৬ রানে আল-আমিনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন তিনি। দলীয় ৭৯ রানে রাফসান আল মাহমুদকে সরাসরি বোল্ড করে বরিশালকে আরো বিপদে ফেলে দেন শুভাশিস।

রাফসানের পর আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি বরিশালের হয়ে। এরপর মোসাদ্দেক ৪, সোহাগ গাজী ০, নুরুজ্জামান ১৮ রান করেন। ব্যক্তিগত ২৭ রানে অপরাজিত ছিলেন বরিশালের অধিনায়ক কামরুল ইসলাম রাব্বি। সোহাগ গাজীকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট পূর্ণ করে শুভাশিস।

শুভাশিসের ৫ উইকেটের সঙ্গে ২টি করে উইকেট নিয়েছেন রবিউল হক ও তানভীর হয়দার।

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭৭ রানে দিনের খেলা শেষ করতেই ৩ উইকেট হারিয়ে বসে রংপুর। এ সময় মেহেদী মারুফ ১০, রাকিন আহমেদ ৩০ ও নাঈম ইসলাম ০ রানে সাজঘরে ফেরেন। বরিশালের হয়ে আজ তিনটি উইকেটই নিয়েছেন মনির হোসেন। ৭৭ রানে এগিয়ে থেকে আগামীকাল তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবে রংপুর বিভাগ।



রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়