ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আবারো সেঞ্চুরির সুযোগ হাতছাড়া সৌম্যর

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ৭ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবারো সেঞ্চুরির সুযোগ হাতছাড়া সৌম্যর

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় ক্রিকেট লিগে আরো একবার ফিফটিতে আটকে গেলেন সৌম্য সরকার। আবার হারালেন সেঞ্চুরির সুযোগ।

ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে রংপুরের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৮৩ রানে আউট হয়েছেন খুলনার সৌম্য। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ২৬ রান। এই ম্যাচের আগে লিগে তার শেষ তিন ইনিংসে রান ছিল  ৬৬, ৭৬, ও ৭১।

বগুড়ায় প্রথম স্তরের এই ম্যাচে বুধবার তৃতীয় দিন শেষে খুলনার সংগ্রহ ৬ উইকেটে ১৯২ রান। ৪ উইকেট হাতে নিয়ে ২০৪ রানে এগিয়ে আছে তারা। জিয়াউর রহমান ১৭ ও মনিরুল ইসলাম ৬ রানে অপরাজিত আছেন।

প্রথম ইনিংসে আগের দিনের ৪ উইকেটে ১২৬ রান নিয়ে সকালে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল রংপুর।

৩৫ রান নিয়ে দিন শুরু করা সোহরাওয়ার্দী শুভ আউট হন ৪৮ রানে। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান তানভীর হায়দার করেন ২৮। এরপর ধীমান ঘোষ ফিফটি তুলে নিলে ৮ উইকেটে ২৪৯ রানে ইনিংস ঘোষণা করে রংপুর।



তখনো খুলনার প্রথম ইনিংস থেকে ১২ রান দূরে ছিল রংপুর। সাজেদুল করেন ২৯ রান। ধীমান অপরাজিত ছিলেন ৫০ রানে।

৬২ রানে ৪ উইকেট নেন খুলনার অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। আব্দুল হালিম, সৌম্য, আল-আমিন হোসেন ও জিয়াউর নেন একটি করে উইকেট।

দ্বিতীয় ইনিংসে খুলনার শুরুটা ভালো হয়নি। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন আফিফ হোসেন। কিন্ত তিনি ফিরেছেন মুখোমুখি প্রথম বলেই। বিজয়ও বেশিক্ষণ  টিকতে পারেননি (৬)।

তিনে নামা তুষার ইমরান ১১ বলেও রানের খাতা খুলতে পারেননি। তখন ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে খুলনা।

এরপরই নুরুল হাসান সোহানকে প্রতিরোধ গড়েন সৌম্য। দুজনই তুলে নেন ফিফটি। সৌম্য ৬৮ বলে, আর নুরুল ৭০ বলে।



সৌম্য এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকেই। কিন্তু ৮৩ রানে সোহরাওয়ার্দীর বলে মেহেদী হাসানকে ক্যাচ দিয়ে সেঞ্চুরির সুযোগ নষ্ট করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ১১১ বলে ৮ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান সৌম্য।

সৌম্যর বিদায়ে ভাঙে ১২৩ রানের বড় জুটি। এরপর দ্রতই নুরুল আর মেহেদী হাসানের উইকেট হারায় খুলনা। নুরুল ৮৩ বলে ৫ চার ও এক ছক্কায় করেন ৫২ রান। মেহেদী করেন ৫।

মনিরুলকে নিয়ে দিনের বাকি সময়টা কাটিয়ে দেন জিয়াউর। সপ্তম উইকেটে ২৫ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন এই দুজন।



রাইজিংবিডি/ঢাকা/৭ নভেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়