ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হেঁটে নগর ভবনে গিয়ে দায়িত্ব নিলেন আইভী

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ৯ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হেঁটে নগর ভবনে গিয়ে দায়িত্ব নিলেন আইভী

বক্তব্য রাখছেন ডা. সেলিনা হায়াৎ আইভী

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী দায়িত্ব নিয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর দেওভোগের পৈতৃক বাড়ি থেকে হেঁটে নগর ভবনে যান। এ সময় তার বাড়ি থেকে নগর ভবন পর্যন্ত সড়কের দুপাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান।

পরে নগর ভবনে সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা মেয়র আইভীকে ফুল দিয়ে স্বাগত জানান। তার সঙ্গে  দায়িত্ব গ্রহণ করেন সিটি করপোরেশনের ২৭ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত কাউন্সিলর। দায়িত্ব গ্রহণের আগে মেয়র আইভী নগর ভবনের সামনে বক্তব্য রাখেন।

আইভী বলেন, ‘আমি দলমতের ঊর্ধ্বে উঠে নগরবাসীর উন্নয়নে কাজ করব। সিটি করপোরেশনকে টেন্ডারবাজমুক্ত রাখবো এবং স্বজনপ্রীতির আশ্রয় নিবো না। আমি অতীতে যেমন অন্যায়-অবিচারেরর বিরুদ্ধে সোচ্চার ছিলাম, ভবিষ্যতে থাকবো। দীর্ঘদিনের বন্দরবাসীর প্রত্যাশিত শীতলক্ষ্যা সেতু, জিমখানা লেক ও বাবুরাইল খাল দখলমুক্ত করে পরিবেশবান্ধব নগরী গড়ে তুলবো। তিনটি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ গড়ে তুলবো।

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী সাখাওয়াত হোসেনকে পরাজিত করে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বিজয়ী হন।

 

 

রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/৯ জানুয়ারি ২০১৭/হাসান উল রাকিব/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়