ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সরস্বতী পূজা ও ইংলিশ মিডিয়াম স্কুল

শাহ মতিন টিপু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৫, ৩১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরস্বতী পূজা ও ইংলিশ মিডিয়াম স্কুল

শাহ মতিন টিপু : বুধবার বাণী অর্চনা, বিদ্যার দেবী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন তারা।

সরস্বতী পূজার দিন রাজধানীর ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ওইদিন খোলা রাখায় বিপাকে পড়েছে এসব স্কুলের সনাতনধর্মী শিক্ষার্থীরা।

সনাতন ধর্মালম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।

সরস্বতী পূজা উপলক্ষে রাজধানীর মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা আরতি আলোকসজ্জার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিপুল উৎসাহ উদ্দীপনায় হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা পালনে প্রস্তুতি নিলেও রাজধানীর ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কোন আয়োজন নেই। অন্যদিকে এসব স্কুল ওইদিন বন্ধও রাখা হয়নি। এমনকি কোথাও কোথাও অভিভাবকদের ওইদিনই স্কুলে ডাকা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অনুরোধ জানালেও তাতে সাড়া দেয়নি বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষ।

অভিভাবকদের অভিযোগ, রাজধানীর কোনো ইংলিশ মিডিয়াম  স্কুলই হিন্দু শিক্ষার্থীদের অন্যতম এই ধর্মীয় উৎসবকে কোনো গুরুত্বই দিচ্ছেন না। তাদের এই উপেক্ষায় অসহায় শিক্ষার্থীরা। এ নিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। কেউ কেউ বিষয়টিকে সাম্প্রদায়িক মনোভাবের নামান্তর বলেই মনে করছেন।

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রবর্তিত নিয়ম অনুযায়ী পরিচালিত হওয়ার কথা থাকলেও এসব শিক্ষা প্রতিষ্ঠানে কার্যত তাদের তেমন কোন নিয়ন্ত্রণ নেই। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো পরিচালিত হচ্ছে স্কুল কর্তৃপক্ষের মর্জি মাফিক তাদের নিজস্ব ব্যবস্থাপনায়। সরস্বতী পূজা পালনে  অনীহাও এরই ফলশ্রুতি।

শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সরস্বতী পূজা উদযাপনে শিক্ষা মন্ত্রণালয় উৎসাহিত করে থাকে। শিক্ষামন্ত্রীসহ সরকারের মন্ত্রীরা বিভিন্ন পূজা পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করে থাকেন। কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর পূজা পালনে অনীহা, নিরুৎসাহী মনোভাবের ব্যাপারে মন্ত্রণালয় বা শিক্ষা অধিদপ্তরের কি কিছুই করণীয় নেই!

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৭/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়