ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রুটের কাঁধেই ইংল্যান্ডের দায়িত্ব

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রুটের কাঁধেই ইংল্যান্ডের দায়িত্ব

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের অধিনায়কের পদ থেকে অ্যালিস্টার কুকের পদত্যাগের পর জো রুটের নামটা বেশ জোরেশোরেই শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনটাই সত্যি হল। ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রুট।

এক সপ্তাহ আগে ইংল্যান্ড ক্রিকেট দলের ডিরেক্টর অ্যান্ড্রো স্ট্রাউসের সঙ্গে দেখা করার পর প্রস্তাব পেয়েছিলেন রুট। অবশেষে সেই প্রস্তাবে রাজি হয়েছেন তিনি। তবে অধিনায়ক হিসেবে বিদেশ সফরের জন্য পাঁচ মাস অপেক্ষা করতে হবে রুটকে। আগামী জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ইংল্যান্ড।

ইংল্যান্ড দলে সহ-অধিনায়ক হিসেবে নিশ্চিত করা হয়েছে বেন স্টোকসকে। ইংল্যান্ড দলের দায়িত্ব নিয়ে রুট বলেন, ‘ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়াটা খুব সম্মানের। আমি নিজেকে সৌভাগ্যবান এবং সম্মানিত মনে করছি। আমাদের দলে বেশ ভালো কিছু খেলোয়াড় রয়েছে। গ্রীষ্মে আমি তাদের নেতৃত্ব দেওয়ার অপেক্ষায় রয়েছি। অ্যালিস্টার কুকের অর্জনের উপর দাড়িয়ে দলের প্রতিভাবানদের নিয়ে আমরা অনেকদূর যেতে চাই।’

জো রুটের প্রশংসা করে ইংল্যান্ড ক্রিকেটের ডিরেক্টর স্ট্রাউাস বলেন, ‘এ যাবত পর্যন্ত  জো তার টেস্ট ক্যারিয়ারে অনেক প্রতিভার সাক্ষর রেখেছেন। ২০১২ সালে অভিষেকের পর থেকে টেস্টে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সে।’



রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়