ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আইপিএল খেলতে ঢাকা ছাড়ছেন মুস্তাফিজ

জহুরুল ইসলাম জহির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ১০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইপিএল খেলতে ঢাকা ছাড়ছেন মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরে অংশ নিতে আগামীকাল মঙ্গলবার ঢাকা ছাড়বেন মুস্তাফিজুর রহমান। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র পেয়েছেন বিস্ময় বালক। বিষয়টি নিশ্চিত করেছেন কাটার মাস্টার মুস্তাফিজ নিজেই।

সোমবার গ্রামেরবাড়ি সাতক্ষীরা থেকে ঢাকায় ফিরে সাংবাদিকদের এমনটিই জানিয়েছেন ‘কাটার মাস্টার।’ দুপুরে মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুস্তাফিজ বলেন, ‌‘যাওয়ার তো কথা ছিল আজকেই (সোমবার)। ভিসা পেতে একদিন দেরি হওয়ায় আগামীকাল (মঙ্গলবার) বিকেলে রওনা দিব।’

অবশ্য আইপিএলে আরেক বাংলাদেশি প্রতিনিধি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শুক্রবার শ্রীলঙ্কা থেকেই সরাসরি ভারত চলে গেছেন। সেদিন মুস্তাফিজুর রহমান বিসিবি’র ছাড়পত্র না পাওয়ায় চলে আসেন বাংলাদেশে।

উল্লেখ্য, গত বারের মত এবারও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতাবেন ‘দ্য ফিজ’।  ২০১৬ সালের আইপিএলের নবম আসরে নিজের প্রথমবারের মতো সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে গিয়েই বাজিমাত করেন মুস্তাফিজ। দলের হয়ে ১৬টি ম্যাচে ২৪.৭৬ গড়ে নিয়েছিলেন ১৭টি উইকেট। গেলো মৌসুমে নিজেকে প্রমাণ করায় ২১ বছর বয়সী এই পেসারকে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।



রাইজিংবিডি/ঢাকা/১০ এপ্রিল ২০১৭/জহির/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়