ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভূমিধসে মানুষ উদ্ধারে ব্যর্থতার প্রতিবাদে অবস্থান

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৬, ১৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভূমিধসে মানুষ উদ্ধারে ব্যর্থতার প্রতিবাদে অবস্থান

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পার্বত্য জেলায় ভূমিধসে ভয়াবহ মানবিক বিপর্যয় এবং হতাহতের ঘটনায় মানুষ উদ্ধারে সরকারের ব্যর্থতার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণ ঐক্য পার্টি।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।   

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক প্রস্তুতি গ্রহণে ব্যর্থ। আসলে তারা দেশের উন্নয়ন নয়, সর্বদা তারা ব্যস্ত থাকে লুটপাটের মাধ্যমে নিজেদের আর্থিক উন্নয়নে।

তারা বলেন, এ পর্যন্ত পাহাড় ধস এবং প্রবল বর্ষণে পার্বত্য অঞ্চলে যে মৃত্যুর মিছিল দেখা যাচ্ছে তার পেছনে প্রশাসনিক গাফিলতিই মুখ্য বলে মনে হয়। সেখানে সতর্কবার্তা হিসেবে মাইকিং করলেও ভুক্তভোগীদের বিকল্প কোনো মাথা গোঁজার ঠাঁই না থাকায় এত মানুষ মরেছে।

বক্তারা আরো বলেন, পার্বত্য জেলাগুলোতে অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। যদি সত্যিকার অর্থে সেখানে টেকসই উন্নয়ন হতো তাহলে এত মানুষের জীবন যেত না। ওই সব এলাকায় রাস্তাঘাট নেই, নেই বিদ্যুৎ। প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনায় আগাম বার্তা জানোনোর কোনো আধুনিক প্রযুক্তির ব্যবহার নেই। ভূমিধস মোকাবিলা করে বিপন্ন মানুষকে উদ্ধারে নেই কোনো উন্নতমানের উদ্ধার কাঠামো।

আয়োজক সংগঠনের সভাপতি আরমান হোসেন পলাশের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, বাংলাদেশ মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, জাগো গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারাইন সুলতান বাহার, শরিফুল ইসলাম প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৭/হাসিবুল/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়