ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কোমিকে রাজনৈতিক আশ্রয় দিতে চান পুতিন

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০১, ১৬ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোমিকে রাজনৈতিক আশ্রয় দিতে চান পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রসিকতা করে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান জেমস কোমিকে মস্কোতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছেন। বৃহস্পতিবার রুশ টেলিভিশন চ্যানেলে জনগণের সঙ্গে সরাসরি ফোনালাপ অনুষ্ঠানে তিনি এ প্রস্তাব দিয়েছেন।

পুতিন বলেছেন, ‘এটা খুব আশ্চর্য লাগে শুনতে যে, গোয়েন্দা সংস্থার প্রধান প্রেসিডেন্টের সঙ্গে আলাপচারিতার গোপন নোট রাখে এবং নিজেই বন্ধুর মাধ্যমে এটি গণমাধ্যমে ফাঁস করে দেয়। এ ব্যাপারে এডওয়ার্ড স্নোডেনের সঙ্গে তার ফারাকটা কোথায়?’

রুশ প্রেসিডেন্ট  বলেন, ‘এর মানে হচ্ছে, তিনি গোয়েন্দা সংস্থার প্রধান নন, বরং তিনি মানবাধিকার রক্ষা কর্মী। তিনি যদি চাপ অনুভব করেন তবে আমরা তাকে আনন্দের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব দিচ্ছি।’

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি , গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপের চেষ্টা করেছিল। রাশিয়া অবশ্য এ অভিযোগ অস্বীকার করে আসছে। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী শিবিরের সঙ্গে রুশ কর্মকর্তাদের যোগাযোগের বিষয়টি তদন্ত করছে মার্কিন সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটি।

গত সপ্তাহে সিনেটের গোয়েন্দা কমিটিতে কোমির বক্তব্যের বিষয়ে জানতে চাইলে পুতিন বলেন, ‘প্রাক্তন এফবিআই প্রধান নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ করেছেন। তবে তিনি আবারও কোনো প্রমাণ দেননি।’



রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ