ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিকেএসপিতে হতে পারে অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিকেএসপিতে হতে পারে অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্ব মিটে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে যথাসময়ে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া দল। মূল ম্যাচে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অসিরা। সেটা হওয়ার কথা ছিল ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু ভারী বর্ষণে ওই মাঠটি খুব একটা উপযোগী অবস্থায় নেই। সে কারণে ভেন্যু বদলে যেতে পারে প্রস্তুতি ম্যাচের।

বৃহস্পতিবার ভেন্যু বদলানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ‘ফতুল্লা না হলে বিকেএসপি আমাদের অপশন। আমরা বিকেএসপিও প্রস্তুত করছি। ওরা আসলে পরে আমরা কোথাও না কোথাও প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থা করব। এর আগেও আমারা বিকেএসপিতে জিম্বাবুয়ের প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করেছি। মিডিয়া ভালোভাবে কাভার করতে পারে যাতে তেমন ব্যাবস্থা থাকবে। ইন্টারনেটেরও ব্যবস্থা থাকবে। সব ধরনের সাপোর্টের ব্যবস্থা আমরা করে দিব। মাঠ এখনও ঠিক হয়নি। যে মাঠে সুবিধা হবে, সেটাতেই খেলা দেয়া হবে।’

পাঁচ বছর আগের বাংলাদেশ, আর বর্তমানে বাংলাদেশের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। সেই বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘পাঁচ বছর আগে দলের যে অবস্থা ছিল তার চেয়ে এখন আমরা অনেক ভালো খেলছি। আমাদের দলের এখন যে অবস্থা তা দেখে আমরা কনফিডেন্টলি বলতে পারি, যেকোন দেশ এসে এখন চাইবে আমদের এখানে খেলতে কিংবা তাদের দেশে গিয়ে আমরা খেলি।’




রাইজিংবিডি/ঢাকা/৩ আগস্ট ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়