ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

একই পরিবারের ৫ জন ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৩, ২২ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একই পরিবারের ৫ জন ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামপুরে আগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে ৩ শিশু রয়েছে।

তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে শ্যামপুর বালুর মাঠ লাল মসজিদের পাশে ৩ নম্বর সড়কের বাড়ির নিচতলায় আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রতিবেশীরা জানান। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় মোহাম্মদ এনায়েত (৪০), তার স্ত্রী মরিয়ম বেগম (৩৫), তিন সন্তান অ্যানি (৫), হাবিবা (৩) ও জুবায়ের (২) ঘুমিয়ে ছিলেন। তারা দগ্ধ হলে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। এনায়েত মুদি ব্যবসায়ী বলে ভাতিজা ওয়াসিম জানান।

শুক্রবার দুপুরে ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল রাইজিংবিডিকে বলেন, ‘আগুনে বেশি পুড়েছে শিশুরা। তবে তারা শঙ্কামুক্ত।’



রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৭/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়