ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দুর্নীতির দায়ে দুদকের কর্মচারী বরখাস্ত

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ২৭ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুর্নীতির দায়ে দুদকের কর্মচারী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করেছে।

বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে প্রধান সহকারী মো. মাহবুব উল্লাহর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি জানান, মাহবুব সিলেট বিভাগীয় অফিসের প্রধান অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দুর্নীতির অভিযোগ থাকা এমন এক ব্যক্তিকে অব্যাহতির দেওয়ার কথা বলে তিনি টাকা চেয়ে ফোন করেন এবং কিছু টাকা গ্রহণ করেন।

তিনি বলেন, মাহবুব উল্লাহ তার ক্ষমতা না থাকা সত্ত্বেও নিজেকে কমিশনের তদন্তকারী কর্মকর্তা পরিচয় দিয়ে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে অবৈধ সুযোগ নিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছেন।

এসব অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় প্রধান সহকারীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে আসা সব অভিযোগ পূর্ণাঙ্গ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



রাইজিংবিডি/ঢাকা/২৭ সেপ্টেম্বর ২০১৭/এম এ রহমান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়