ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

দেশের জনগণ উত্তর দিবেন : আগুন

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ১৫ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশের জনগণ উত্তর দিবেন : আগুন

রাহাত সাইফুল : খ্যাতিমান অভিনেতা, পরিচালক, প্রযোজক, সংগীত পরিচালক, গায়ক ও গীতিকার খান আতাউর রহমান। সম্প্রতি এই নির্মাতাকে রাজাকার বলে মন্তব্য করেন নাট্যজন ও মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। ইতোমধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।  

এ বিষয়ে রাইজিংবিডির এ প্রতিবেদক কথা বলেন খান আতার ছেলে কণ্ঠশিল্পী আগুনের সঙ্গে। তিনি বলেন,  ‘‘এ বিষয়টি প্রথমে আমার বন্ধু সোহেল আরমানের কাছে শুনি। সোহেল আমাকে বলে, ‘দোস্ত চাচাকে নাসির উদ্দিন বাচ্চু সাহেব রাজাকার বলেছেন।’ এখন বিষয়টি নিয়ে আমি আসলে কী করতে পারি? এ বিষয়ে আমি একটি লিখিত বক্তব্য তৈরি করে রেখেছি। কেউ জানতে চাইলে, তাকে এটা দিব।’’

তিনি আরো বলেন, ‘আমি সারা পৃথিবীর বাংলা ভাষা-ভাষীর মানুষের মতামত সংবাদপত্রের মাধ্যমে জানতে চাই। তারাই বলবেন তিনি কী ছিলেন। দেশের জনগণ এর উত্তর দিবেন।’

নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘খান আতাউর রহমানের ‘আবার তোরা মানুষ হ’ সিনেমাটি নেতিবাচক। মুক্তিযোদ্ধাদের বলছে, আবার তোরা মানুষ হ। খান আতা রাজাকার, আমি না হলে তিনি বাঁচতেন না। আমি গৌরব করব যে, আমি না হলে খান আতা ৭১-এর ১৬ ডিসেম্বরের পরে মারা যেতেন।’



রাইজিংবিডি/ঢাকা/১৫ অক্টোবর ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়