ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

চাকরির বয়সসীমা ৩৫ বছরের দাবিতে আমরণ অনশন

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাকরির বয়সসীমা ৩৫ বছরের দাবিতে আমরণ অনশন

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’ ব্যানারে এ অনশন কর্মসূচি শুরু হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশন চালিয়ে যাবেন বলে জানা গেছে।

সংগঠনের সভাপতি মো. ইমতিয়াজ হোসেন বলেন, উন্নত বিশ্বে যেখানে ৪০-৪৫ বছর চাকরিতে প্রবেশের বয়সসীমা। সেখানে আমরা অনেক পিছিয়ে রয়েছি। বিশ্বের সঙ্গে তাল মেলাতে হলে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা জরুরি হয়ে পড়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ আন্দোলন করে আসছে। এ আন্দোলনের ধারাবাহিকতায় আমরা ২০১২ সাল থেকে আন্দোলন কর্মসূচি পালন করে আসছি। সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। কিন্তু এখন পর্যন্ত আমরা আশানুরূপ কোনো ফল পাইনি।

পরিষদের সভাপতি ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে আমরণ অনশনে সাধারণ সম্পাদক এম এ আলী, সহসভাপতি মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া সুলতানা, নাজমুল, ইমরানসহ আরো অনেকে উপস্থিত রয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/২ ফেব্রুয়ারি ২০১৮/মামুন খান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়