ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আলোচনার টেবিলে আর জেরুজালেম নয় : ট্রাম্প

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ১২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আলোচনার টেবিলে আর জেরুজালেম নয় : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জেরুজালেম ইস্যু আর আলোচনার টেবিলে থাকবে না। রোববার ইসরায়েলের সংবাদপত্র ইসরায়েল হেয়মকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

গত মাসে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেরুজালেম ইস্যুতে একই অবস্থান ব্যক্ত করেছিলেন ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, জেরুজালেম ইসরায়েলের রাজধানী। দুই পক্ষ কোথায় সীমান্ত টানা হবে তা নিয়ে সমঝোতায় পৌঁছলে আমি সমর্থন দেব।’

তিনি বলেন, ‘তারা কখনো জেরুজালেমের কথা ভুলে নাই। আমরা এটি আলোচনার টেবিল থেকে সরিয়ে নিয়েছি। আমরা এটা নিয়ে আর আলোচনা করতে চাই না।’

ফিলিস্তিন ও ইসরায়েল উভয় পক্ষই শান্তি চায় না বলে অভিযোগ করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি বলতে চাই, ফিলিস্তিনিরা শান্তি চায় না।’ দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সমালোচনা করে তিনি বলেন, ‘ইসরায়েলের ব্যাপারেও আমার মনে হচ্ছে, তারা শান্তি স্থাপন করতে ইচ্ছুক না।’

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেন। তার এ ঘোষণায় ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। ফিলিস্তিনিরা ওই সময় জানিয়েছে, তারা আর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা চায় না। ট্রাম্প সেসময় হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ফিলিস্তিনিরা শান্তি আলোচনায় রাজি না হলে তাদেরকে যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধ করে দেওয়া হবে।



রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়