ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৭ই মার্চে যৌন হয়রানির ঘটনায় মামলা

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৪, ৯ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭ই মার্চে যৌন হয়রানির ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় ৭ই মার্চের সমাবেশে যাওয়ার পথে মিছিল থেকে কয়েকজন নারীকে যৌন হয়রানির যেসব অভিযোগ ফেসবুকে প্রকাশিত হয়েছিল তার একটি ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে।

বুধবারের অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম।

তিনি জানান, বাংলামোটরের ঘটনায় ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করেছেন।

আওয়ামী লীগ আয়োজিত ৭ই মার্চে সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে যাওয়া একটি মিছিল থেকে শ্লীলতাহানি করা হয়েছে- এমন অভিযোগ করে লেখা ফেসবুকে কয়েকটি পোস্ট ভাইরাল হয়। বিভিন্ন মহল থেকে বিষয়টির নিন্দা আসে।

এরপর বৃহস্পতিবার এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অভিযোগের বিষয়ে ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে।



রাইজিংবিডি/ঢাকা/৯ মার্চ ২০১৮/নূর/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়