ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যানজট : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন ধর্মঘটের ডাক

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ১৩ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যানজট : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজটের কারণে এই রুটে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করে ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতি ও শ্রমিক পরিবহন ইউনিয়ন।

সংগঠনের পক্ষ থেকে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো বাস চলাচল করবে না বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। যানজট পরিস্থিতি নিরসন না হলে এই ধর্মঘট আরো বর্ধিত করা হবে বলে জানানো হয়।

চট্টগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতির মহাসচিব কফিল উদ্দিন ধর্মঘট আহ্বানের সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, ‘ভয়াবহ যানজটের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখন যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। চট্টগ্রাম থেকে ঢাকা ৬ ঘণ্টার দূরত্ব ২০ ঘণ্টায়ও অতিক্রম করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় আগামীকাল সোমবার সকাল থেকে এই সড়কে সকল বাস চলাচল বন্ধ ঘোষণা করে ধর্মঘট আহ্বান করা হয়েছে। পরিস্থিতি উত্তরণ না হলে মঙ্গলবারও আধাবেলা ধর্মঘট থাকবে। এর পরও যদি প্রশাসনের পক্ষ থেকে যানজট নিরসনে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে পরবর্তীকালে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’




রাইজিংবিডি/চট্টগ্রাম/১৩ মে ২০১৮/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়