ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পশ্চিমবঙ্গের আট এমপি রাত কাটালেন আসামের বিমানবন্দরে

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২১, ৩ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পশ্চিমবঙ্গের আট এমপি রাত কাটালেন আসামের বিমানবন্দরে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যের শিলচর বিমানবন্দরে রাত কাটিয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের আট এমপি। বৃহস্পতিবার বিকেল থেকে পুলিশ তাদেরকে ওই বিমানবন্দরে আটক রেখেছে।

আসাম রাজ্য সরকার প্রকাশিত নতুন নাগরিক পঞ্জিতে ৪০ লাখ বাসিন্দার নাম বাদ পড়েছে। রাজ্য সরকারের দাবি এসব বাংলাভাষী মানুষ বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী। এর প্রতিবাদে এবং বিষয়টি মাঠ পর্যায়ে তদন্তের জন্য তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলটি বৃহস্পতিবার শিলচর যান। এদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্তমন্ত্রী সিরাদ হাকিম, লোকসভা সদস্য সুখেন্দুশেখর রায়, কাকলি ঘোষ দস্তিদার, মমতাবালা ঠাকুর, অর্পিতা ঘোষ, নাদিম-উল হক, রত্না দে-নাগ, এবং রাজ্য বিধানসভা সদস্য মহুয়া মৈত্র। তাদের কাউকেই শিলচর বিমানবন্দরের বাইরে যেতে দেওয়া হয়নি। বিমানবন্দরে নামার পর এ নিয়ে পুলিশের সাথে তাদের চিৎকার-চেঁচামেচি হয়, কিছুটা হাতাহাতিও হয়।

দিল্লিতে তৃণমূল নেতা দেরেক ও’ব্রিয়েন অভিযোগ করে বলেছেন, ‘আমাদের সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করা হয়েছে। সুখেন্দুশেখর রায়ের বুকে পেসমেকার বসানো আছে। তার সঙ্গেও ধস্তাধস্তি হয়েছে।’

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৃহস্পতিবার বিকেলে তার দলের আইনপ্রণেতাদের শিলচর বিমানবন্দরে অবস্থানের নির্দেশ দিয়েছেন। দিল্লি থেকে ফিরেই তিনি বলেছেন, ‘দেশে সুপার ইমার্জেন্সি চলছে। আমার মনে হয়, এটাই বিজেপির শেষের শুরু।’

মুখ্যমন্ত্রী বলেন,‘আসামের মানুষ এখন আতঙ্কিত। আসামের নাগরিক পঞ্জিতে নাম বাদ যাওয়া মানুষের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন আমাদের প্রতিনিধিরা। কোনও সভা ছিল না। নাগরিক কনভেনশনে যোগ দিতে গিয়েছিলেন। আসামের অসহায় মানুষ যাতে কোনোরকম কথা বলতে না-পারেন, আসল তথ্য যাতে ধামাচাপা দেওয়া যায়, সেই জন্য চক্রান্ত করছে বিজেপি।’

সূত্র : এনডিটিভি অনলাইন ও আনন্দবাজার



রাইজিংবিডি/ঢাকা/৩ আগস্ট ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়