ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দায়িত্ব নিলেন মেয়র লিটন

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ৫ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দায়িত্ব নিলেন মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন দায়িত্বগ্রহণ করেছেন।

শুক্রবার বিকেলে রাসিকের প্যানেল মেয়র-১ আনোয়ারুল আমিন আযবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।

মেয়রের দায়িত্বগ্রহণ উপলক্ষে নগর ভবনের গ্রীণ প্লাজায় এক রাজসিক অনুষ্ঠানের আয়োজন করে সিটি করপোরেশন। সেখানেই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মেয়র হিসেবে দ্বিতীয়বারের মতো নগর ভবনে অভিষিক্ত হলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটন।

দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, রাজশাহীর সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, ফজলে হোসেন বাদশা, আয়েন উদ্দিন, ইঞ্জিনিয়ার এনামুল হক, কাজী আবদুল ওয়াদুদ দারা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম আখতার জাহান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আবদুস সালাম, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, ভাষা সৈনিক আবুল হোসেন, সিটি করপোরেশনের প্রথম মেয়র আবদুল হাদি প্রমুখ।

গত ৩০ জুলাই অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে মেয়র পদে জয়লাভ করেন জাতীয় চার নেতার শহীদ এ এইচ এম কামারুজ্জামানের ছেলে এ এইচ এম খায়রুজ্জামান লিটন। গত ৫ সেপ্টেম্বর তাকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০০৮ সালে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন লিটন। এরপর ৫ বছরে উন্নয়ন দিয়ে পুরো রাজশাহী নগরীর চেহারা বদলে দেন তিনি। কিন্তু ২০১৩ সালের নির্বাচনে তিনি পরাজিত হন।

এ এইচ এম খায়রুজ্জামান লিটন ২০১৩ সালে দায়িত্ব ছাড়ার পর দেনায় ডুবে যায় নগর সংস্থা। এই মুহূর্তে ঋণের পরিমাণ ১০৩ কোটি টাকা। ২০০৮ সালে যখন লিটন দায়িত্ব নিয়েছিলেন তখনো দেনায় ডুবে ছিল সিটি করপোরেশন। সেই দেনা পরিশোধ করে নগর সংস্থাকে এগিয়ে নিয়েছিলেন লিটন। তাই মেয়র হিসেবে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে খায়রুজ্জামান লিটন বলেছেন, সিটি করপোরেশনের সব দেনা পরিশোধ করে তিনি রাজশাহীকে এগিয়ে নেবেন।



রাইজিংবিডি/রাজশাহী/০৫ অক্টোবর ২০১৮/তানজিমুল হক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়