ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দেশব্যাপী যুবদলের বিক্ষোভ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ১৪ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশব্যাপী যুবদলের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক : ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

রোববার ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন মহানগর, জেলা ও থানায় পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করেন তারা।

২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রাক্তন উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এর প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয় যুবদল।

 



রায়ের প্রতিবাদে রাজধানীর পান্থপথে বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর। বসুন্ধরা শপিং সেন্টার থেকে কারওয়ানবাজার মোড় সার্ক ফোয়ারা পর্যন্ত হওয়া বিক্ষোভ মিছিলটিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব।

মিছিলে জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন, জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তফা কামাল রিয়াদসহ ঢাকা মহানগর যুবদল উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টনের তত্ত্বাবধানে মিরপুর ১০ নাম্বার, বিশ্বরোড, ক্ষিলখেত, বিমানবন্দর ও আব্দুল্লাহপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা।

 



মিছিল করেছে ঢাকা মহানগর যুবদল দক্ষিণও। যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীনের  নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়। এতে ঢাকা মহানগর যুবদল দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া, দেশের বিভিন্ন মহানগর, জেলা ও থানায় বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।



রাইজিংবিডি/ঢাকা/১৪ অক্টোবর ২০১৮/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ