ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টয়লেট বিপ্লব করতে চান বিল গেটস

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ৬ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টয়লেট বিপ্লব করতে চান বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক : মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা ও শীর্ষ ধনী বিল গেটস টয়লেট বিপ্লব করতে চীনে গিয়েছেন। মঙ্গলবার বেইজিং এক সম্মেলনে পানি ও পয়ঃনিস্কাশন লাইন ব্যতীত ভবিষ্যত টয়লেট ব্যবস্থার পরিকল্পনা তুলে ধরেন।

গেটস আরো জানিয়েছেন, বিল ও মেলিন্দা গেটস ফাউন্ডেশন উদ্ভাবিত এই টয়লেটে মানব মল নিস্কাশনের কোনো প্রয়োজন নেই। রাসায়নিক ব্যবহারের মাধ্যমে মুহূর্তে এটি সারে রুপান্তরিত হয়ে যাবে।

তিনি জানান, বিশ্বয়ান ও মুক্তবাণিজ্যের কল্যাণে এই টয়লেট তৈরির প্রযুক্ত একীভূত করা সম্ভব হয়েছে।

বিল গেটস বলেন, ‘আমি সত্যিকারার্থে বিশ্বাস করি বাণিজ্য প্রত্যেক দেশকে তার সর্বোচ্চটা দেওয়ার সুযোগ দেয়।’

তিনি বলেন, ‘তাই যখন আমি এই টয়লেট তৈরির উপাদান সম্পর্কে বলি-এগুলো চীনে তৈরি হয়েছে, এগুলো থাইল্যান্ডে, অন্যগুলো যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে-তখন আপনি সত্যিকারার্থে বুদ্ধির মাত্রা দিয়ে এগুলো একসঙ্গে পেতে চাইবেন।’

গেটস জানান, অত্যাধুনিক এই টয়লেট ইতিমধ্যে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। টয়লেটগুলো একাধিক ডিজাইনের হলেও এর সবগুলিই তরল ও কঠিন বর্জ্যকে পৃথক করবে।

তিনি বলেন, ‘প্রচলিত টয়লেটগুলি বর্জ্যকে পানির মাধ্যমে ভাসিয়ে নেয়। অথচ এই টয়লেটগুলোতে নিস্কাশনের প্রয়োজন হয় না। এগুলোতে পানি ও কঠিন বর্জ্য রাসায়নিক মিশ্রনে অধিকাংশ ক্ষেত্রে পুড়িয়ে ফেলে।’



রাইজিংবিডি/ঢাকা/৬ নভেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়