ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইনফিনিটি-ও ডিসপ্লের স্মার্টফোন আগে কে আনবে?

স্বপ্নীল মাহফুজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ২৭ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইনফিনিটি-ও ডিসপ্লের স্মার্টফোন আগে কে আনবে?

ইনফিনিটি-ও ডিসপ্লে

স্বপ্নীল মাহফুজ : বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রিতে অ্যাপলকে পেছনে ফেলার পর, হুয়াওয়ে এবার স্যামসাংকে টপকে বিশ্বের শীর্ষ স্মার্টফোন কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হতে আদাজল খেয়ে নেমেছে। বলা যায়, স্যামসাংয়ের প্রতিটি পদক্ষেপ ফলো করছে হুয়াওয়ে।

স্মার্টফোনের বাজারে বর্তমানে শীর্ষ স্থানটি স্যামসাংয়ের দখলে। দ্বিতীয় স্থানটি হুয়াওয়ের দখলে। স্যামসাংয়ের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে একের পর এক পদক্ষেপ নিচ্ছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির মেট ২০ সিরিজের স্মার্টফোন স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৯-এর সবচেয়ে সরাসরি প্রতিদ্বন্দ্বী। এছাড়া বাজারে আসতে যাওয়া স্যামসাংয়ের ভাঁজ করা স্ক্রিনের স্মার্টফোনকে হারাতে হুয়াওয়ে পিছনে পিছনে ছুটছে।

আর এবার প্রতিষ্ঠানটি ইঙ্গিত দিয়েছে চলতি বছরের ডিসেম্বরে ইনফিনিটি-ও ডিসপ্লের প্রযুক্তির স্মার্টফোন বাজারে নিয়ে আসার। হুয়াওয়ের ওয়েইবো অ্যাকাউন্টে প্রকাশিত একটি টিজার ছবিতে ইনফিনিটি-ও ডিসপ্লে দেখা গেছে এবং ছবিটিতে ডিসেম্বর মাস উল্লেখ রয়েছে।


কিছুদিন আগেই সান ফ্রান্সিসকোর এক কনফারেন্সে এই প্রযুক্তির কথা ঘোষণা করেছিল স্যামসাং। গুঞ্জন রয়েছে, ইনফিনিটি-ও ডিসপ্লের স্মার্টফোন হিসেবে ডিসেম্বরে গ্যালাক্সি৮এস উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। তারই প্রেক্ষিতে ডিসেম্বরে স্যামসাংয়ের আগেই বিশ্বের প্রথম ইনফিনিটি-ও ডিসপ্লে প্রযুক্তির স্মার্টফোন বাজারে আনতে চাচ্ছে হুয়াওয়ে।

এখন দেখার পালা, ইনফিনিটি-ও ডিসপ্লের ফোন বাজারে কে আগে নিয়ে আসে- কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং নাকি প্রতিদ্বন্দ্বী চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে?

তথ্যসূত্র : জিএসএম অ্যারেনা

পড়ুন : 




রাইজিংবিডি/ঢাকা/২৭ নভেম্বর ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়