ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অর্থ আত্মসাৎ: কেসিসি কর্মকর্তার কারাদণ্ড

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ১১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অর্থ আত্মসাৎ: কেসিসি কর্মকর্তার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা : অর্থ আত্মসাতের দায়ে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সম্পত্তি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলামকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে খুলনা বিভাগীয় স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এস এম আবদুস সালাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আমিরুল ইসলাম আদালতের কাঠগড়ায় ছিলেন।

বিভাগীয় স্পেশাল ট্রাইব্যুনালের পিপি সেলিম আল আজাদ জানান, কেসিসি’র প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় ২০১০ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) চার্জশিট দেয়। দীর্ঘ সময় পরে মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করলেন। রায়ে আসামি আমিরুল ইসলামকে পাঁচ বছরের কারাদণ্ড, ৯ লাখ ২৫ হাজার ৪৫৩ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, কেসিসি’র তৎকালীন রাজস্ব কর্মকর্তা এস কে এস তাছাদুজ্জামান ২০০৯ সালের ১৭ মার্চ বাদী হয়ে আমিরুলের নামে প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় ২০০৭ সালের ১ নভেম্বর থেকে ২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে আমিরুল এ টাকা আত্মসাৎ করেছেন মর্মে উল্লেখ করা হয়। পরবর্তীতে মামলা তদন্তের জন্য দুদকে পাঠানো হয়। দুদুকের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম তদন্ত শেষে ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি সেলিম আল আজাদ ও আসামি পক্ষে ছিলেন আব্দুল মালেক।



রাইজিংবিডি/খুলনা/১১ ফেব্রুয়ারি ২০১৯/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়