ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বছিলায় জঙ্গি আস্তানায় অভিযান : প্রতিবেদন ৮ জুলাই

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২২, ৩০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বছিলায় জঙ্গি আস্তানায় অভিযান : প্রতিবেদন ৮ জুলাই

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে বছিলা মেট্রো হাউজিং এলাকায় জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৮ জুলাই ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম মো. জিয়াউর রহমান প্রতিবেদন দাখিলের এ তারিখ ধার্য করেন।

গত ২৯ এপ্রিল রাতে রাজধানীর মোহাম্মদপুর থানায় জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও গুলির ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন র‌্যাব-২ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল্লাহ। মামলায় মৃত ২ জনসহ অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে।

জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে ২৮ এপ্রিল রাত ৩টার দিকে মেট্রো হাউজিংয়ের ৮ নম্বর রোডে একটি টিনশেড বাসা ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা। পরের দিন সেখানে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের সঙ্গে সন্দেহভাজন জঙ্গিদের গোলাগুলি হয়।

এক পর্যায়ে ভেতরে থাকা দুইজন বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয় বলে র‌্যাব কর্মকর্তারা জানান।




রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৯/মামুন খান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়